প্রকাশিত: Thu, Mar 23, 2023 4:53 AM আপডেট: Mon, Jan 26, 2026 8:47 PM
বিমানের ই-মেইল সার্ভার ৫ দিন ধরে হ্যাকারের দখলে ঘটনা তদন্তে কমিটি গঠন
মাজহারুল ইসলাম/মাজহার মিচেল: র্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভারটি পাঁচ দিনেও উদ্ধার করা যায়নি। হ্যাকাররা দশ দিনের সময় বেঁধে দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করছে। তা দেওয়া না হলে তারা সব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান।
এসব বিষয়ে বুধবার (২২ মার্চ) সকালে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, গত শুক্রবার হওয়া এ ঘটনাটির তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক আইটি (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক জানান, আপাতত এ সংকট সমাধানের জন্য তারা ইমেইলের ডোমেইন পরিবর্তন না করে লোকাল সার্ভার বাদ দিয়ে বর্তমানে বিকল্প হিসেবে মাইক্রোসফটের ক্লাউড সার্ভার ব্যবহার করছে। যার ফলে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগ অক্ষুন্ন রয়েছে।
তবে দ্রুত সার্ভার নিয়ন্ত্রণ নিতে এ মহুর্ত পর্যন্ত কোন আলাদা দল গঠন করা না হলেও নিজেদের আভ্যন্তরীণ দলকে আরও সক্রিয় করা হয়েছে বলে তিনি জানান।
সিনিয়র সিস্টেম এনালিস্ট (আইটি) মোঃ নূর ইসলাম বলেন এ সমস্যার সমাধান করতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হ্যাকাররা ঠিক কিভাবে এ সার্ভারের নিয়ন্ত্রণ নিয়েছে এ প্রশ্নের উত্তরে মহাব্যবস্থাপক আইটি (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক বলেন, র্যানসমওয়্যারে আক্রান্ত হওয়াকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। র্যানসমওয়্যার হল বিশেষ এক ধরনের ম্যালওয়ার যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তখন সেই সার্ভারে ঢুকতে গেলে কিংবা ফাইল খুলতে গেলে মুক্তিপণ দাবি করে হ্যাকাররা।
বিমানের অভ্যন্তরীণ কেনাকাটা, শিডিউল, বিলিং ইত্যাদি বিষয়ে ই-মেইলে যোগাযোগ করে থাকেন কর্মকর্তারা। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট